সম্প্রতি আফগানিস্তানের সার-ই-পুল প্রদেশের কাশকারি অঞ্চলে ২৩তম তেলের খনি থেকে তেল উত্তোলনের উদ্বোধন করা হয়েছে। দেশটির বৃহৎ তেল কোম্পানি আকজিন এই খনির তেল উত্তোলন করছে। কোম্পানির জনসংযোগ কর্মকর্তা ওমর দিন আলিজাই জানিয়েছেন, চীন ও কাজাখস্তান থেকে ২০০টি আধুনিক সরঞ্জাম এবং ভারী যন্ত্রপাতিসহ গাড়ি শিগগিরই কাশকারি অঞ্চলে পৌঁছাবে। এই উন্নত যন্ত্রপাতি নতুন খনির উত্তোলন প্রক্রিয়া তরান্বিত করার পাশাপাশি কাশকারির বর্তমান খনিগুলোর উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আলিজাই আরও উল্লেখ করেন নতুন খনির উদ্বোধন শুধু কাশকারি অঞ্চলেই নয়, সার-ই-পুল প্রদেশ এবং আশপাশের এলাকায়ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এদিকে কাশকারি অঞ্চলের আখ দরিয়া এবং জমরুদ সাই এলাকাতে শিগগিরই তেল উত্তোলনের কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেখানে ৭৯টি গাড়ি পৌঁছেছে এবং বাকি সরঞ্জামগুলিও দ্রুত সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সরঞ্জামগুলো আসায় আমু দরিয়া সংলগ্ন অঞ্চলগুলোর খনিগুলোতে উৎপাদন গতি আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, এই নতুন তেল খনির তেল উত্তোলন কাশকারি অঞ্চলের তেল উৎপাদন বৃদ্ধি এবং দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া আফগানিস্তানের উত্তরের এই অঞ্চলটি তেল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: হুররিয়াত রেডিও