সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল মারসাদ একটি উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। যেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর পৃষ্ঠপোষকতায়, সন্ত্রাসী সংগঠন আইএস এর গোপন তৎপরতার বিষয়টি উঠে এসেছে। আল মারসাদের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে আইএস এর হাতে নির্মূলের তালিকায় থাকা বেশিরভাগ ব্যক্তি পাকিস্তানের সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। পশতুন, বালুচসহ অন্যান্য গোষ্ঠীর নেতারাও এই তালিকায় অন্তর্ভুক্ত।
বিরোধীদের তালিকা এবং আইএস এর লক্ষ্যবস্তু
তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জমিয়াত উলামায়ে ইসলাম দলের নেতা মাওলানা ফজলুর রহমান, পশতুন তহাফুজ মুভমেন্ট (পিটিএম) এর সক্রিয় সদস্য এবং বালুচ অ্যাক্টিভিস্টরা। আইএসের টার্গেটে আরও রয়েছেন মুফতি কেফায়েত উল্লাহ, হাফিজ হামদুল্লাহ, মুফতি সাদিক এবং মাওলানা হাফিজুল্লাহ নিজামীর মতো সিনিয়র নেতারা। এ ছাড়াও পশতুন তহাফুজ মুভমেন্টের মানজুর পশতিন, নুরুল্লাহ তারিন, জাকিম খান ওয়াজির, কাসিম আসকজাইসহ অন্য অনেক নেতাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
গোপন প্রশিক্ষণ শিবির এবং সন্ত্রাসী কার্যক্রম
বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সরাসরি নিজেদের গোপন প্রশিক্ষণ শিবিরে আইএস সদস্যদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে স্থাপিত এসব প্রশিক্ষণ শিবিরে আইএস এর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আফগানিস্তানে সন্ত্রাসী হামলার জন্যও পাঠানো হচ্ছে। আল মারসাদ এর প্রতিবেদন অনুযায়ী, চলমান এই গোপন তৎপরতার অংশ হিসেবেই সম্প্রতি পিটিএম এর নেতা গিলামান ওয়াজিরকে ইসলামাবাদে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
সন্ত্রাসী আইএস এর ব্যবহারে পাকিস্তানের উদ্দেশ্য
বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা তাদের বিরোধীদের দমন করতে আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছে। একদিকে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলি আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপন্ন করছে। অন্যদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলি এই কার্যকলাপের আড়ালে তাদের নিজস্ব কার্যক্রমকে গোপন রাখার চেষ্টা করছে। আফগানিস্তান সরকার ইতোমধ্যেই পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা এই আইএস শিবিরগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান এভাবে নিজের ভূমিকা আড়ালে রেখে বিরোধীদের নির্মূল করতে সন্ত্রাসী সংগঠনকে ব্যবহার করতে থাকলে ভবিষ্যতে গোটা অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তার উপর এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সমস্যাগুলো নিয়ে এখনই তদন্ত চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
সূত্র: হুররিয়াত রেডিও