নিউজনেস্ট

পাকা ডালিমে লাল আফগানিস্তানের ফারাহ প্রদেশের সহস্রাধিক বাগান

পাঁকা ডালিমে লাল আফগানিস্তানের ফারাহ প্রদেশের হাজারো বাগান
আফগানিস্তানের ফারাহ প্রদেশের ডালিম। ছবি: ইয়াকিন নেটওয়ার্ক

আফগানিস্তানের ফারাহ প্রদেশের কৃষি ও পশুপালন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর প্রদেশটিতে ৭,৫০১.২ হেক্টর জমিতে ডালিমের বাম্পার ফলন হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশি। কৃষি কর্মকর্তারা এসব জমি থেকে মোট ১৮.৫ টন ডালিম উৎপন্ন হওয়ার কথা জানিয়েছেন। ফলে এখন আফগানিস্তানে ডালিমের সামগ্রিক উৎপাদন ১ লাখ ৩৮,৭৭২ টনে পৌঁছেছে।

চলতি বছর ডালিমের ফলন বেশ ভালো হওয়ায় ফারাহ প্রদেশের বেশ কয়েকজন বাগানের মালিক সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানান, এবারের ফসল ভালো হওয়ায় তারা নতুন করে আশা পাচ্ছেন। এতে তাদের আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে।

এদিকে ফারাহ প্রদেশের স্থানীয় প্রশাসন এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কৃষি উন্নয়নে সহায়তা করার লক্ষ্যে স্থানীয় বখশাবাদ বাঁধ দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, বাঁধটি সংস্কার হলে প্রদেশটির ডালিম বাগান এবং অন্যান্য কৃষিজমির সেচ ব্যবস্থা আরও উন্নত হবে। যা ভবিষ্যতে আরও বেশি উৎপাদন নিশ্চিত করবে এবং প্রদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে প্রদেশটির কৃষি ও উৎপাদন ব্যবস্থা উন্নত করতে এবং কৃষকদের সহযোগিতা করার লক্ষ্যে প্রশাসনের লোকদের স্থানীয় কৃষকদের সাথে মিলে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত