নিউজনেস্ট

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনার জেরে বিরোধ   

পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনার জেরে বিরোধ   
পূজামণ্ডপে ইসলামি সংগীত পরিবেশনার জেরে বিরোধ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জে এম সেন হলে দুর্গাপূজার মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় শহিদুল করিম ও নুরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ (১১ই অক্টোবর) শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন। যার একটি ছিল ইসলামি সংগীত। এই সংগঠন জামায়াতে ইসলামী সমর্থিত বলে জানা গেছে। গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম রাতেই ঘটনাস্থলে গিয়ে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন।

ঘটনার তদন্তে জানা গেছে, গান পরিবেশনের জন্য মঞ্চে উঠেছিলেন কিছু তরুণ। তবে তাদের থামানো হয়নি। পূজা উদযাপন পরিষদ থেকে জানানো হয়েছে, সংগীত পরিবেশনকারীরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত