সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্ট জানিয়েছে, ইসরায়েলের আস্থা হারিয়ে ফেলেছে বিনিয়োগকারীরা। যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতির বেহাল দশা দেখে দেশটির বিনিয়োগকারীরা ২০২৪ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ইসরায়েলি ব্যাংগুলো থেকে দ্বিগুণ হারে টাকা সরিয়ে ফেলেছেন।
ফলে এখন ইসরায়েলের বৃহত্তম তিনটি ব্যাংকে ইসরায়েল থেকে বিদেশে অর্থ স্থানান্তর রোধ করতে এবং ডলারের সাথে শেকেলের সমন্বয় করতে গিয়ে ব্যাংক গ্রাহকদের বারবার অনুরোধ করতে হচ্ছে।
উল্লেখ্য, যুদ্ধ আরো বৃদ্ধি পেলে ইসরায়েলের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামনে আরও মারাত্মক খারাপ হতে পারে বলে আশা(!) প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।
সূত্র: আল জাজিরা