নিউজনেস্ট

গাজা যুদ্ধের ৩৭১তম দিন: যা ঘটল সারাদিন

গাজা যুদ্ধের ৩৭১তম দিন
গাজা যুদ্ধে ইসরায়েলের নৃশংস আগ্রাসনের একটি চিত্র। ছবি: আল আরাবি

গাজা যুদ্ধের ৩৭১তম দিনে দখলদার ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় স্থল অভিযান ও বিমান হামলা আরও তীব্র করেছে। ইসরায়েলি বাহিনী গাজা শহর এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে কঠোর অবরোধ করে রেখেছে, যার ফলে এলাকাগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় হামাসের সাথে যুদ্ধ চলাকালীন তিনজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, যাদের মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা ছিলেন, যিনি একটি ইউনিটের ডেপুটি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে উত্তর গাজার বাড়িঘর এবং ফিলিস্তিনিদে সম্পদ ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে। উত্তর গাজার পূর্ব ও পশ্চিম অঞ্চলের অবশিষ্ট বাড়িঘরগুলো ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েল এই অঞ্চলগুলোতে ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের কৌশল গ্রহণ করেছে। অবরোধের কারণে এই অঞ্চলটি প্রায় গত ছয় দিন ধরে গাজার মূল শহর থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে পাঁচটি গণহত্যা চালিয়েছে, যার ফলে ৫৫ জন ফিলিস্তিনি শহিদ এবং ১৬৬ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট ৪২,০৬৫ জন ফিলিস্তিনি শহীদ এবং ৯৭,৮৮৬ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর অব্যাহত অভিযানের ফলে উত্তর গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকটে দিন কাটাচ্ছে এলাকার জনগণ। আন্তর্জাতিক সংস্থাগুলো ইতোমধ্যে জরুরি সহায়তার জন্য আহ্বান জানালেও কঠোর অবরোধের কারণে সেই সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত