নিউজনেস্ট

ধর্মীয় সংঘাতের সুযোগে ষড়যন্ত্র প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

ধর্মীয় সংঘাতের সুযোগ কাজে লাগানো হবে না: নাহিদ ইসলাম
রাজধানীর কলাবাগানে সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনে বক্তব্য প্রদান করেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ধর্মীয় সংঘাত সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা আর সফল হবে না।

শুক্রবার ১১ই অক্টোবর রাজধানীর কলাবাগানে ধানমন্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম জানান, সারাদেশে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উপলক্ষে ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, দেশের স্থিতিশীলতা নির্ভর করে ধর্মীয় সম্প্রীতির ওপর। বাংলাদেশে যদি এই সম্প্রীতি বিনষ্ট হয়, তবে এর প্রভাব গোটা দক্ষিণ এশিয়ায় পড়বে।

এ সময় ধানমন্ডি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সরকারের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত