নিউজনেস্ট

বাংলাদেশের সংস্কারে আবারও সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের সংস্কারে আবারও সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাংলাদেশের সংস্কারে আবারও সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। ছবি: ‍নিউজনেস্ট

যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। গত বৃহস্পতিবার ১০ই অক্টোবর ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস।

বৈঠকের পর জন বাস নিজের এক্স হ্যান্ডেলে জানান, অর্থনৈতিক সহযোগিতা ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা হয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তায় দুই দেশের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়াও মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা তার এক্স পোস্টে জানিয়েছেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত