নিউজনেস্ট

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবে না নিকারাগুয়া

ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখবে না নিকারাগুয়া
নিকারাগুয়ার ম্যাপ ও পতাকা। ছবি: নিউজনেস্ট

গতকাল ১১ই অক্টোবর শুক্রবার ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া সরকার। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক চলমান নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে নিকারাগুয়া এমন পদক্ষেপ নিয়েছে।

গতকাল নিকারাগুয়া সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনে অব্যাহত হামলা এবং সংঘাতের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে এই সংঘাত লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানকেও বিপদে ফেলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল নিকারাগুয়ার কংগ্রেস ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। দুর্লভ এই পদক্ষেপটি গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে। প্রস্তাব পাসের আগে নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিলো বলেন, ‘আমাদের রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের ফ্যাসিবাদী এবং যুদ্ধাপরাধী সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন।’

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত