বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার দাবি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সকলের দাবি। তাদের বিচার না হলে ভবিষ্যতে দেশের স্বার্থবিরোধী আরও অপরাধ হতে পারে। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হওয়া স্বাভাবিক।
উল্লেখ্য, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি অভিযোগ জমা পড়ে।
এদিকে বক্তব্যে আগামী সংসদ নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে বলে জানান ডা. শফিকুর রহমান। তবে তিনি নির্বাচন আয়োজনের আগে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করেন। এছাড়া বিএনপির সঙ্গে তাদের কোনো জোট নেই বলেও জানান তিনি। তবে জামায়াত আমির জিয়া পুত্র তারেক রহমানের দেশে ফিরে আসার পক্ষে থাকার অবস্থানও পরিষ্কার করেন।
এছাড়াও বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনার পতনের পর হিন্দু সম্প্রদায়ের উপর এবং দেশের মাজারগুলোর উপর হামলা হয়েছে। তবে জামায়াত সর্বদা এসবের বিরুদ্ধে। জামায়াত শেখ হাসিনার পতনের পর মন্দির ও মাজার রক্ষায় সহযোগিতা করেছে বলেও তিনি উল্লেখ করেন।