নিউজনেস্ট

হিজবুল্লাহর রকেট হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত

হিজবুল্লাহর রকেট হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত
হিজবুল্লাহর রকেট হামলায় উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। ছবি: সংগৃহীত

আজ ১২ই অক্টোবর ভোরে হিজবুল্লাহ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের সোয়ামা ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। সেই সাথে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। পাল্টা জবাবে ইসরায়েলও দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ফলে চলমান যুদ্ধ পূর্বের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে।

হিজবুল্লাহর নতুন আক্রমণ এবং লক্ষ্যবস্তু

এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে ইসরায়েল-লেবানন সীমান্তের ফাতেমা গেটের কাছে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো গোলাবর্ষণ করার কথা জানায়। হামলায় হিজবুল্লাহর গোলা ইসরায়েলি সেনাদের সরাসরি আঘাত করে। এর বাহিরে হুনিন ও জারাঈত সামরিক ঘাঁটি, কফার গালদি, মেইলিয়া, খিরবাত ও রামিয়া অঞ্চলে অবস্থিত ইসরায়েলি সেনা স্থাপনা এবং সামরিক যানবাহনেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর হামলার তীব্রতায় সতর্কতা জারী ইসরায়েলে

এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা লেবানন থেকে দুটি ড্রোন উৎক্ষেপনের পর ইসরায়েলের গ্যালিলি ও আরব আল আরামশা’সহ বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজার কথা জানিয়েছে। অবশ্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উৎক্ষেপিত দুটি ড্রোনের একটি প্রতিহত করতে সক্ষম হয়। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, ইসরায়েলের হার্টজেলিয়া শহরে লেবানন থেকে আসা ড্রোনের কারণে সতর্কতাস্বরূপ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এদিকে তেলআবিবে ইসরায়েলর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার একটি ভগ্নাংশ পড়ে একটি বৃদ্ধাশ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনথ তেলআবিবের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় এসব বিস্ফোরণ ঘটেছে।

উল্লেখ্য, গতকাল মাত্র তিন মিনিটের ব্যবধানে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ৮০টি রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে কিছু রকেট প্রতিহত করা হলেও বাকিগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানে।

ইসরায়েলের পাল্টা আক্রমণ

অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চল ও বেকা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এ ব্যাপারে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল রামিয়া ও আইতাশশাব এলাকায় গোলাবর্ষণ করেছে এবং সালেহানি পাহাড়ের চারপাশে ও নাকুরা এলাকায় বোমা বর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেসারিয়াহ, আনসারিয়াহ এবং গাজিয়েহ এলাকায় ইসরায়েলি হামলায় ৭ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। অপরদিকে লেবানিজ সেনাবাহিনী জানিয়েছে, কফরা এলাকায় ইসরায়েলি হামলায় তাদের ২ সেনা নিহত হওয়ার পাশাপাশি ৩ জন আহত হয়েছেন।

যুদ্ধ আরও বৃদ্ধির শঙ্কা

দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় এই চলমান সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে। কারণ, ইসরায়েলের আক্রমণ এবং হিজবুল্লাহর  প্রতিরোধ পরিস্থিতিকে প্রতিনিয়ত আরও জটিল ও বিপদসংকুল করে তুলছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত