নিউজনেস্ট

বয়কট আন্দোলন যেভাবে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদে রূপ নিলো

বয়কট আন্দোলন যেভাবে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদে রূপ নিলো
বয়কট আন্দোলন যেভাবে বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী প্রতিবাদে রূপ নিলো। ছবি: নুন পোস্ট

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে পণ্য ও প্রতিষ্ঠানের বয়কট এখন শুধু প্রতিবাদ নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে মানুষ এখন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে এবং গাজায় নিরীহ মানুষের ওপর চালানো ইসরায়েলি অত্যাচারের প্রতিবাদে বয়কটকে জীবনের একটি নিত্য অনুষঙ্গ হিসেবে গ্রহণ করছে।

একাডেমিক বয়কট

ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে বয়কট ব্যক্তিগত জীবনের গন্ডি পেরিয়ে শিক্ষাঙ্গনেও বিস্তার করেছে। ইউরোপ আমেরিকার ১২টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনের মাধ্যমে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ইসরায়েলের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে। অপরদিকে কিছু বিশ্ববিদ্যালয় তাদের চুক্তি বাতিল করেছে এবং ফিলিস্তিনি ছাত্রদের পাশে দাঁড়িয়ে শ্রেণীকক্ষের নামকরণ করেছে গাজার বিভিন্ন শহিদদের নামে।

হ্যাশট্যাগ ব্লকআউট ২০২৪

বয়কট শুধু পণ্যের বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকেনি। গাজায় ইসরায়েলের চালানো হত্যাযজ্ঞে চুপ থাকা সেলিব্রিটিরাও হ্যাশট্যাগ ব্লকআউট ২০২৪ ক্যাম্পেইনের আওতায় ব্যাপক ডিজিটাল বয়কটের সম্মুখীন হয়েছে। বিলি ইলিশ, টেইলর সুইফট এবং সেলেনা গোমেজের মতো সেলিব্রিটিরা ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ  ফলোয়ার হারিয়েছেন। আর মানুষ ঠিক এভাবেই স্মরণ করিয়ে দিয়েছে যে, এখন আর চুপ থাকা সহজ নয়। ফিলিস্তিনের পাশে সকলের দাঁড়ানো আজ আবশ্যক।

খেলাধুলা ও বিনোদনে বয়কট: দখলদারদের জন্য অবরুদ্ধ মঞ্চ

ঐতিহাসিক অভিযান তুফানুল আকসার পর, ইসরাইলকে বিশ্বজুড়ে খেলাধুলা ও বিনোদনেও বয়কট করা হয়েছে। প্যারিস অলিম্পিক থেকে ইউরোপিয়ান যুব চ্যাম্পিয়নশিপ-২০২৪, সবখানে ইসরাইলি দখলদারদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে। আলোচিত হলিউড অভিনেত্রী বেলা হাদিদ, জনপ্রিয় মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর, অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাট ব্লাঞ্চেটসহ অনেক শিল্পী ও খেলোয়ার ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন।

বয়কটে কোণঠাসা বিশ্বের বিভিন্ন বহুজাতিক কোম্পানি

দখলদার ইসরায়েলকে সমর্থনকারী কোম্পানিগুলোকেও এই আন্দোলনে চরম মূল্য দিতে হয়েছে। বিশ্বের বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের কারণে তাদের বাজারমূল্য হারিয়েছে। এবং নতুন মার্কেটিং কৌশল বেছে নিতে বাধ্য হয়েছে। উত্থান ঘটেছে দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণকারী বিকল্প ব্র্যান্ডগুলোর।

মোটকথা, বয়কট আন্দোলন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মানুষ বুঝতে পারছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব এবং তা সহজ। বিশ্বজুড়ে ছাত্র, সেলিব্রিটি, শিল্পী, খেলোয়ার সবাই একত্রিত হয়ে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। এটি নিঃসন্দেহে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পথে একটি বড় বিজয়।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত