সম্প্রতি দেশে চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। সম্প্রতি নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজে এক সংক্ষিপ্ত পেইজে হাসানাত লিখেন, ‘সিন্ডিকেট দমন করে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ করুন। খালি পেটে রাষ্ট্র সংস্কারের আলাপ মাথায় ঢুকবে না।’
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তী সরকারের দুই মাস পেরিয়ে গেলেও লাগাম টানা যাচ্ছে না উর্ধ্বমুখী দ্রব্যমূল্যের। মাছ মুরগী থেকে নিত্য প্রয়োজনীয় সবজি শতকের ঘর পার করেছে বহু আগেই। এক পেঁপে আর কাঁচা কলা ছাড়া বাজারে সব আমিষ নিরামিষের দামে যেন আগুন লেগে আছে। সাধারণ বিক্রেতা এবং ক্রেতাদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে পরিবারে জন্য খাদ্যের যোগান দেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে।
এদিকে দ্রব্যমুল্যে উর্ধ্বগতির নেপথ্য কারণ খুজতে গিয়ে বারবার সামনে আসছে সিন্ডিকেটের কথা। বিশেষজ্ঞদের মতে, দেশের পাইকারি বাজার ও আড়তগুলোয় সিন্ডিকেটের প্রভাবে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। পাশাপাশি সামান্য সবজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এমতাবস্থায় দ্রুত অভিযানের বাজার সিন্ডিকেটকে দমন করতে সরকারের জন্য অত্যাবশ্যক একটি বিষয় বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকেরা।