সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানানো হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে লেবাননের পাহাড়ি এলাকায় ইসরায়েলের জন্য লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি সেনাদের মতে, পাহাড়ি অঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের আক্রমণে তারা বেশ হুমকির মুখে পড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা স্বীকার করেছে, তাদের মধ্যে কিছু সদস্য পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি সেনাহিনীতে যোগ দিতে অস্বীকার করেছিল। কিছু ইসরায়েলি সেনারা বলছেন, ইসরায়েলের দখলদারিত্ব এবং আগ্রাসন যুবকদের মনে ক্ষোভের জন্ম দিচ্ছে এবং তারা এই পরিস্থিতির বিরোধিতা করছে।
উল্লেখ্য, যেকোন যুদ্ধ অন্য আরেকটি যুদ্ধের জন্ম দেয়। কেননা, যেসব শিশু তাদের পরিবারকে শত্রুদের হাতে মরে যেতে দেখছে, তারা অবশ্যই প্রতিশোধের পথ বেছে নেবে। তাই বিশেষজ্ঞদের মতে এ যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
সুত্র: আল আরাবি