নিউজনেস্ট

পেঁয়াজ চাষে আবারও সাফল্য পেল আফগানিস্তান

পেঁয়াজ চাষে আবারও সাফল্য পেল আফগানিস্তান
পেঁয়াজ চাষে আবারও সাফল্য পেল আফগানিস্তান। ছবি: ইয়াকিন নেটওয়ার্ক

সম্প্রতি আফগানিস্তানের বাঘলান প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, গত বছরের তুলনায় এই বছরে বাঘলান প্রদেশে পেঁয়াজ উৎপাদন ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

এ ব্যাপারে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য পরিচালক ওয়ালী অমরখিল জানিয়েছেন, চলতি বছর বাঘলান প্রদেশের ১,৪৭০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছিল। যেখান থেকে উৎপাদন হয়েছে ১,৪৫,৭৪০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। অমরখিল আরও জানান, গত বছরের তুলনায় বাঘলান প্রদেশে পেঁয়াজ উৎপাদন ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত বছর বাঘলান প্রদেশে পেঁয়াজ চাষের উপযুক্ত জমি ছিল ৩২৯ হেক্টর। যা থেকে এ পর্যন্ত সর্বমোট ১,২৭,৯৭৪ হাজার মেট্রিক টন পেয়াজ উৎপাদিত হয়েছে।  

এদিকে বাঘলান প্রদেশের প্রশাসন কৃষকদের ফসল সংরক্ষণ এবং সময়মতো বাজারজাত করার ক্ষমতা বাড়াতে, প্রদেশটিতে ৩৫০টি বড় এবং ছোট পেঁয়াজের গুদাম স্থাপন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত