সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১১ই অক্টোবর শুক্রুবার গভীর রাতে ব্যবসায়ী আবু বকরের বাসায় প্রবেশ করে ডাকাতরা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করে নেয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, ডাকাতরা সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিহিত মুখোশধারী কিছু ব্যক্তি মাত্র ৪০ মিনিটে এ ঘটনা ঘটায়।
পুলিশ জানিয়েছে, ২০ থেকে ৩০ জনের একটি দল গাড়িতে করে এসে এই ডাকাতিতে অংশ নেয়। ঘটনার পর আবু বকর থানায় মামলা করেছেন। র্যাব ও পুলিশ ঘটনার তদন্ত করছে এবং কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।