স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার ৪,৫৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার ইউপি চেয়ারম্যানদের অপসারণের জন্য স্থানীয় সরকার বিভাগ কাজ শুরু করেছে।
জানা গেছে, গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক ইউপি চেয়ারম্যান আত্মগোপনে চলে যান, যার ফলে ইউনিয়ন পরিষদ কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তৃণমূল পর্যায়ে সেবা প্রদানে বিঘ্ন ঘটায় চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের মতে, নাগরিক সেবা নিশ্চিত করতে চলতি সপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।