আমেরিকার রেখে যাওয়া উত্তরাধিকার
আফগানিস্তান। দীর্ঘ চার দশকের যুদ্ধ আর সংঘাতে ক্ষত-বিক্ষত একটি দেশ। বহু বছর ধরে যুদ্ধ, বোমাবর্ষণ এবং বিদেশী হস্তক্ষেপের কারণে এখানে প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে নিহত, পঙ্গু, এতিম অথবা বাস্তুচ্যুত ব্যক্তিদের করুণ কাহিনী প্রতিটি আফগান পরিবারের অংশ। দীর্ঘস্থায়ী এই সহিংসতায় গড়ে ওঠা আফগান সমাজে অবধারিত ভাবেই মাদক সেবনের হার বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রসনকালীন সময়ে প্রায় ৩.৫ মিলিয়ন মানুষ মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে। এদের মধ্যে অনেকেই আবার স্বাস্থ্যের অবনতিতে জীবনের প্রতি আশাও হারিয়ে ফেলেছে।
অতীতের করুণ দৃশ্য
কাবুলের রাস্তা-ঘাটে এবং পরিত্যক্ত ভবনগুলোতে এক সময় মাদকাসক্তদের চিত্র ছিল স্বাভাবিক। এ যেন এক শহরজুড়ে বেদনার ক্যানভাস। তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর, যদিও এসব স্থান থেকে মাদকাসক্তদের সরিয়ে নেয়া হয়েছে, তবুও তাদের করুণ অবস্থা এখনও কাবুলের মানুষের স্মৃতিতে জীবন্ত।
মাদকাসক্তির নিরাময়ে তালেবান সরকারের উদ্যোগ
তালেবান সরকারের উদ্যোগে মাদকাসক্তি নিরাময়ের জন্য একাধিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টি ছিল ন্যাটোর পুরোনো সামরিক ঘাঁটি, যা এখন রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় দুই বছর আগে এই স্থানটি হাজার হাজার মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসন কেন্দ্রে রূপান্তরিত হয়। সরকারের পক্ষ থেকে এই কেন্দ্রে পুনর্বাসনের জন্য প্রায় ৭৫ বিলিয়ন আফগানি (প্রায় ১ বিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছিল। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এখানে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
কুরআনের আলোকে নিরাময়
এই নিরাময় কেন্দ্রগুলোতে কুরআনের মাধ্যমে চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সম্পর্কে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একজন কুরআনের শিক্ষক আব্দুর রশিদ আমাদেরকে বলেন, আল্লাহ তায়ালা কুরআনকে মুমিনের জন্য শিফা তথা আরোগ্য বানিয়েছেন।
আল্লাহ তায়ালা কুরআন কারিমে বলেন: وَنُنَزِّلُ مِنَ الْقُرْءَانِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ অর্থ: ‘আমি কুরআনে যা নাযিল করি তা মুমিনদের জন্য শিফা ও রহমত।’ (সূরা আল ইসরা: ৮২)
তাই সর্বক্ষেত্রে বিশেষ করে মুসলিম সমাজে কুরআনের মাধ্যমে নিরাময়ের গুরুত্ব অপরিসীম। কুরআনের তিলাওয়াত ও শিক্ষা মাদকাসক্তদের মানসিক ও শারীরিক পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখছে। আফগানিস্তানের এই মাদকাসক্তি নিরাময়ের উদ্যোগ একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আরও পড়ুন: পাকা ডালিমে লাল আফগানিস্তানের ফারাহ প্রদেশের সহস্রাধিক বাগান
একটি নতুন আশার সূচনা
উল্লেখ্য, তালেবান সরকার ক্ষমতায় আসার পর দেশটির মাদকাসক্তি সমস্যা নিরাময় করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করছে। যদিও চ্যালেঞ্জগুলো বড়, তবুও কুরআনের মাধ্যমে চিকিৎসা ও পুনর্বাসনের প্রচেষ্টাগুলো আঞ্চলিকভাবে এবং বিশ্বব্যাপী আলোর পথ দেখাতে পারে। কুরআনের আলোকে যে একটি নতুন জীবন শুরু করা যায়, সেই বিশ্বাস আফগানিস্তানে মাদকাসক্তদের একটি নতুন দিনের স্বপ্ন দেখা হচ্ছে।
এই প্রচেষ্টাগুলো শুধুমাত্র মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য নয়, বরং আফগান জনগণের মধ্যে একটি নতুন করে জীবনের প্রতি আশা জাগিয়ে তুলছে।
সূত্র: আল জাজিরা