তারিখ প্রদর্শন
লোগো

বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাপিয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৭৩তম দিন। ইসরায়েলের ওপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড যে দুর্দান্ত আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:  

কাসসাম বিগ্রেড

কুদস বিগ্রেড

কুদস বিগ্রেড গাজা উপত্যকা ও আসকালান শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোঁড়ে ।

আল আকসা শহিদ বিগ্রেড

আল আকসা শহিদ বিগ্রেড গাজা সিটির উত্তর-পশ্চিমে আল খাজান্দার স্টেশনের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানস্থল ও তাদের সামরিক যান লক্ষ্য করে হাউন মর্টাল শেল নিক্ষেপ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *