দেশে চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ৯৮৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র গতকাল সোমবারই দেশে পাঠানো পাঠানো হয়েছে ৮.২২ কোটি ডলার। স্বাভাবিকভাবেই রেমিট্যান্স প্রবাহে এমন অগ্রগতি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা: গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞরা
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্সের বড় অংশটি এসেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে। ৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট রেমিট্যান্স এসেছে ২৪৫.৫৭ মিলিয়ন ডলার। যার মধ্যে কেবল বাংলাদেশ কৃষি ব্যাংকেই জমা পড়েছে ৪৪.৪৫ মিলিয়ন ডলার। পাশাপাশি ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৬৯৩.৫৭ মিলিয়ন ডলার। এছাড়া ৫টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে রেমিট্যান্স এসেছে ২.৬৪ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চালিকাশক্তির একটি বড় উৎস। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১.৯১ বিলিয়ন ডলার, আগস্টে ২.২২ বিলিয়ন ডলার এবং সেপ্টেম্বরে ২.৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা প্রমাণ করে, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ক্রমাগত বাড়ছে।