আজ বুধবার ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম এক ফেসবুক পোস্টে এই কর্মসূচির কথা জানান।
আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জমায়েত হয়ে হাইকোর্ট অভিমুখে মিছিল করার ঘোষণা দেওয়া হয়। সারজিস আলম তার পোস্টে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘রাষ্ট্রের কার্যকারিতা বাধাগ্রস্ত হচ্ছে শাসকগোষ্ঠীর পক্ষপাতদুষ্ট এই সব বিচারকদের কারণে।’
সারজিস আরও বলেন, ‘এই বিচারকদের উৎখাত না করলে দেশের অগ্রগতি সম্ভব নয়।’
পাশাপাশি ছাত্র-জনতা যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে জানান সারজিস আলম।
ডেস্ক রিপোর্ট
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link
- ডেস্ক রিপোর্ট#molongui-disabled-link