ইন্ডিয়া বেনাপোল বন্দর দিয়ে গত দুই দিনে ভারত থেকে আমদানি করা হয়েছে ৫৯৩ টন কাঁচা মরিচ। আমদানিকৃত কাঁচা মরিচের শুল্কসহ কেজি প্রতি মূল্য দাঁড়িয়েছে মোট ৯৬ টাকা।
বেনাপোলের কাস্টমস সূত্রে জানা যায়, চলতি সপ্তাহর সোমবার ৫০ ট্রাকে ৫৮২ টন মরিচ এবং মঙ্গলবার আরও ১০ টন মরিচ আমদানি করা হয়। আমদানিকারকদের মধ্যে ২৮জন সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকার মরিচ আমদানি করেছেন। প্রতি টনে আমদানি মূল্য ধরা হয় ৬০ হাজার টাকা। পাশাপাশি শুল্ক ধরা হয় ৩৬ হাজার টাকা।
উল্লেখ্য, দেশের বাজারে কাঁচা মরিচের উচ্চমূল্য নিয়ন্ত্রণে রাখতে এসব মরিচ আমদানি করা হচ্ছে। গত ৫ দিন দুর্গাপূজার কারণে বন্দর বন্ধ থাকলেও সোমবার ফের কার্যক্রম শুরু হলে একদিনেই দেশে বিপুল পরিমাণ মরিচ এসেছে।







