আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ সমর্থিত বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছেন। আজকের হাইকোর্ট ঘেরাও কর্মসূচি থেকে এ ঘোষণা দেন তিনি।
আজ বেলা ১১টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিয়ে হাজারো শিক্ষার্থী হাইকোর্ট ঘেরাও করে আওয়ামী মদদপুষ্ট বিচারকদের অপসারণের দাবি তোলে। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশের আদালতগুলোতে এখনও ফ্যাসিস্ট সরকারের দোসর বিচারপতিরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের দ্রুত অপসারণ করতে হবে।’
এছাড়া তিনি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে হাইকোর্ট ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপর সেখানে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যান তারা।