সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে ইসলামী নীতিতে দেশ পরিচালিত হবে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।
গতকাল বুধবার (১৬ অক্টোবর) মাগুরার নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসলামী অর্থব্যবস্থা ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। অতীতের বিভিন্ন সরকারের শাসনামলে দুর্নীতি কমেনি এবং জনগণের কোনো উন্নতি হয়নি।
সমাবেশে এসময় বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে হাত পাখা প্রতীকের পক্ষে স্লোগান দেন। সমাবেশের সভাপতিত্ব করেন মাগুরা জেলা ইসলামী আন্দোলন শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, এছাড়া সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন স্থানীয় নেতারা।