নিউজনেস্ট

দেশ ত্যাগের হিড়িক ইসরায়েলে, হুমকির মুখে অস্তিত্ব

ইসরায়েল থেকে বিপুল অভিবাসনের ঢেউ: ইতিহাসে নজিরবিহীন প্রস্থান
ইসরায়েল থেকে বিপুল অভিবাসনের ঢেউ: ইতিহাসে নজিরবিহীন প্রস্থান। ছবি : শাটারস্টক

সম্প্রতি ইসিরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলে নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে দেশ ত্যাগের হার। শুধুমাত্র ২০২৪ সালের প্রথম সাত মাসেই প্রায় ৪০,৬০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন। যা ২০২৩ সালে দেশত্যাগীদের মাসিক গড় হিসেব থেকে ২২০০ জন বেশি। তাছাড়া দেশ ত্যাগকারীরা তাদের সম্পদ, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত দক্ষতা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন, এর ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখিন হচ্ছে ইসরায়েল।

নজিরবিহীন দেশত্যাগ

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তরের নতুন পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে দেশ ত্যাগ করেন ৫৫,৪০০ জন ইসরায়েলি। যা গত দশকে ইসরায়েল ত্যাগীদের গড় হিসেব ৩৭,১০০ জন থেকে বেশি। একই বছর ইসরায়েলে দীর্ঘমেয়াদী প্রবাস থেকে ফিরে আসেন ২৭,৮০০ জন। যা আগের দশকের প্রতি বছর প্রবাস থেকে প্রত্যাবর্তনের গড় হিসেব ২৩,৮০০ জনের চেয়ে বেশি।

জেরুজালেম পোস্টের রিপোর্টে আরও বলা হয়, ২০২৩ সালে ইসরায়েল ত্যাগীদের মধ্যে ৩৯% ছিলেন ইসরায়েলের তেল আবিব ও মধ্যাঞ্চলের মত ধনী এলাকা থেকে, ২৮% হাইফা ও উত্তরাঞ্চল থেকে, ১৫% দক্ষিণ থেকে এবং ১৩% জেরুজালেম থেকে। পশ্চিম তীরের “ইহুদিয়া ও সামারিয়া” অঞ্চল থেকেও ৫% দেশত্যাগ হয়। এছাড়া গ্রীষ্মকালীন মাসগুলোয় দেশ ত্যাগের হার আরও বৃদ্ধি পায়। ইসরায়েলে গেল জুন ও জুলাই মাসে গড়ে ৭,৩০০ জন দেশ ত্যাগ করেন।

দেশত্যাগীদের উল্লেখযোগ্য অংশই তরুণ

এদিকে দেশত্যাগী পুরুষদের গড় বয়স ৩১.৬ বছর এবং নারীদের ৩২.৫ বছর।৷ আর ৪০% দেশত্যাগীদের বয়স ২০ থেকে ৩০ বছরের মাঝামাঝি । এর থেকে বোঝা যায় ইসরায়েল যুদ্ধের কারণে তাদের শিক্ষিত ও কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী হারাচ্ছে।

পরিসংখ্যান অনুসারে, দেশত্যাগীদের মধ্যে ৪৮% পুরুষ এবং ৪৫% নারী অবিবাহিত ছিলেন।৷ এবং প্রায় ৪১% ইসরায়েলি নাগরিক তাদের সঙ্গীর সাথে চলে গেছেন, যা বাস্তবিক অর্থে স্থায়ী অভিবাসনের ইঙ্গিত দেয়।

দেশত্যাগে ইউরোপীয় খ্রিস্টানরা বেশি এগিয়ে

অনারব খ্রিস্টানরা: যাদের বেশিরভাগই সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আসা, তাদের বড় একটি অংশ ইতিমধ্যে ইসরায়েল ছেড়ে অন্যত্র পারি জমিয়েছে। উল্লেখ্য, ইউরোপ থেকে ইসরায়েলে এসে বসবাস করা খ্রিস্টানরা জনসংখ্যার ৪.৯% হলেও ২০২৩ সালে দেশত্যাগীদের তারাই ছিলেন ৩২.৪%। অন্যদিকে, ইসরায়েলের মুসলিম ও আরব খ্রিস্টানরা দেশটির মোট জনসংখ্যার ২১.৩% হলেও তাদের মধ্যে দেশত্যাগের হার মাত্র ৬.২% ।

জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলের নাগরিকদের এই গণ দেশত্যাগ দেশটির অর্থনীতি ও সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।৷ এবং গোটা ইসরায়েলকেও প্রভাবিত করবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত