আজ (বৃহ:স্পতি বার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বেলা সাড়ে ১১টায় অস্থায়ী ট্রাইব্যুনালে এই আদেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এই পরোয়ানা জারি করেন।
এ সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বি এম সুলতান মাহমুদও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুনভাবে গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। আর মর্তূজা মজুমদারের সাথে সদস্য হিসেবে আছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।