আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার গাজায় এক সামরিক অভিযানের সময় নিহত হয়েছেন। ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ডিএনএ পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায়, গাজায় পরিচালিত এক সামরিক অভিযানে সিনওয়ারকে হত্যা করতে পেরেছে কিনা তা নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। তারা আরও জানায়, অভিযানের স্থানে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে, যাদেরকে ইসরায়েলি বাহিনী হামাসের সদস্য হিসেবে উল্লেখ করেছে। তবে এদের মধ্যে সিনওয়ার রয়েছেন কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানানো হয়েছে।
ইসরায়েলি মিডিয়ার বরাতে সাংবাদিক এলিয়াস কারাম আল-জাজিরাকে জানান, এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল না। বরং, সিনওয়ার যেখানে অবস্থান করছিলেন, সেই ভবনটিতে আক্রমণের সময় ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, সিনওয়ারের পরিচয় নিশ্চিত করতে মেডিকেল পরীক্ষা চলছে। যেহেতু সিনওয়ার আগে ইসরায়েলের কাছে বন্দি ছিলেন, ইসরায়েলিদের কাছে তার ডিএনএ সহ অন্যান্য মেডিকেল রিপোর্ট রয়েছে, যা দিয়ে ইসরায়েল বিষয়টি যাচাই করছে।
তবে,এ ব্যাপারে এখও পর্যন্ত হামাস কিছু জানায়নি।
সূত্র: আল-জাজিরা