নিউজনেস্ট

জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো পাবে  ৩০ লাখ টাকা

জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো পাবে  ৩০ লাখ টাকা
জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলো পাবে  ৩০ লাখ টাকা

গতকাল(১৭ই অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে দেওয়া ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি আরও বলেন, পরবর্তীতে প্রয়োজন হলে  সেটাও প্রদান করা হবে। এবং এ টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এ টাকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার ১৭ই অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহফুজ আলম।

সম্মেলনে তিনি বলেন, ‘যারা শহীদ হয়েছেন শুধু তাদের পুনর্বাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে প্রকাশ্যে একটি উদ্যোগ গ্রহণ করা হবে।’

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত