নিউজনেস্ট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জানের উন্নত রাষ্ট্রে ছিলো ৫৮০ বাড়ি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জানের উন্নত রাষ্ট্রে ছিলো ৫৮০ বাড়ি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের নামে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়ার প্রেক্ষিতে তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশনা দিয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, সাইফুজ্জামান যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে ৫৮০টি বাড়ি ও অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন।

দুদকের অনুসন্ধান দল বিভিন্ন দেশের ল্যান্ড রেজিস্ট্রি থেকে তথ্য পেয়েছে, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে সাইফুজ্জামান তার পদ ও ক্ষমতা অপব্যবহার করে এই অবৈধ সম্পত্তির পাহাড় গড়ে তোলেন। বর্তমানে তাকে ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে আদালত দুদকের আবেদনের ভিত্তিতে সাইফুজ্জামান ও তার স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে। এ ছাড়াও, তাদের ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ বাড়ি ছাড়াও সাইফুজ্জামানের অধীনে ব্যাংকও ছিল। যেই ব্যাংকের মাধ্যমে দেশের মানুষের টাকা আত্মসাৎ করে সাইফুজ্জামান। দেশের অন্যতম সুপরিচিত ইউসিবি ব্যাংক সাইফুজ্জামানের পরিচালনার সময় ব্যাংকটির খেলাপি ঋণ প্রায় ১,০০০ কোটি টাকা বৃদ্ধি পায়। যার কারণে ইউসিবি ব্যাংকের শেয়ারধারীরা তার ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

এছাড়াও সম্প্রতি টিআইবির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান ও তার স্ত্রীর নামে বিদেশে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, যা তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত