নিউজনেস্ট

তাজা ফল রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় আফগানিস্তানের

তাজা ফল রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় আফগানিস্তানের
তাজা ফল রপ্তানি করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় আফগানিস্তানের

সম্প্রতি আফগানিস্তানের ক্রমবর্ধমান রপ্তানিখাত দেশটির অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তান থেকে ৬৬ মিলিয়ন কিলোগ্রাম তাজা ফল রপ্তানি করা হয়েছে, যা থেকে মোট ৩১ মিলিয়ন ডলার রাজস্ব এসেছে। এই রপ্তানিকৃত ফলের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ছিল আঙুর, এপ্রিকট, আপেল, ডুমুর, পিচ এবং তুঁত, যা বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

ফল উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি

আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর তাজা ফলের উৎপাদনে ৫% থেকে ২০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এটি দেশের কৃষিখাতের জন্য একটি ইতিবাচক সংকেত এবং ভবিষ্যতে আরও উচ্চমানের ফল উৎপাদনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

আন্তর্জাতিক বাণিজ্যে অগ্রগতি

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানের অন্যান্য দেশের সাথে মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে ৭০০ মিলিয়ন ডলার ছিল রপ্তানি থেকে প্রাপ্ত আয়। এই পরিসংখ্যানগুলি ইঙ্গিত দেয় যে, আফগানিস্তান ধীরে ধীরে আন্তর্জাতিক বাণিজ্যে নিজের অবস্থানকে শক্তিশালী করছে এবং রপ্তানি খাতের মাধ্যমে দেশটির অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে।

এভাবে, আফগানিস্তান তাদের কৃষি উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সাধন করছে, যা দেশটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত