নিউজনেস্ট

হামাস ও সিনওয়ারকে নিয়ে সৌদি মিডিয়ার ন্যাক্কারজনক মিথ্যাচার

হামাস ও সিনওয়ারকে নিয়ে সৌদি মিডিয়ার ন্যাক্কারজনক মিথ্যাচার
সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি)। ছবি : আর রাসাদ

সম্প্রতি সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট ব্রডকাস্টিং সেন্টার (এমবিসি) কতৃক ‘সন্ত্রাসীদের থেকে মুক্তির হাজার বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জেরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে ব্যপক ক্ষোভ। এমবিসির সেই প্রতিবেদনে হামাসের প্রধান নেতা বীর শহীদ সিনওয়ার, শহিদ ইসমাইল হানিয়াএবং হামাসের সাবেক উপপ্রধান শহিদ সালেহ আল-আররোরি কে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করা হয়। এছাড়াও প্রতিবেদনটিতে সিনওয়ারকে ‘খান ইউনিসের কসাই’ আখ্যা দেয়ার পাশাপাশি তাকে হামাসের অপরাধমূলক নৃশংসতার(?) নেতা হিসাবে উপস্থাপন করা হয়।

হামাসের প্রতিবাদ

প্রতিবেদন প্রকাশ পাওয়ার পরপরই, এক বিবৃতিতে হামাস প্রতিবেদনে যা বলা হয়েছে তার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়,

‘সৌদি সংবাদমাধ্যম এমবিসি এমন এক সময়ে হামাস নেতাদেরকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, যখন আমাদের জনগণ এক বছরেরও বেশি সময় ধরে গণহত্যার শিকার হচ্ছে। এই প্রতিবেদন হামাসের নেতাদের বিরুদ্ধে একটি ঘৃন্য অপপ্রচার। প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে বর্ণনা করা স্পষ্ট হলুদ সাংবাদিকতা। হামাস এই প্রতিবেদনের তীব্র নিন্দা জানায়।

এদিকে এই প্রতিবেদন আরব জনগণকে উত্তেজিত ও ক্ষুব্ধ করে তুলেছে। ফলে এখন বিতর্কিত এই মিডিয়া সেন্টারকে বয়কট করার এবং প্রতিবেদনটি টেলিভিশনের পর্দা থেকে সরিয়ে দেওয়ার জন্য আওয়াজ উঠছে। ইতিমধ্যেই এমবিসির এই প্রতিবেদনের প্রতিবাদে চ্যানেলটির বিভিন্ন অফিসে কয়েক ডজন হামলার ঘটনা ঘটেছে। ইরাকের বাগদাদে চ্যানেলটির সদর দফতর ঘেরাও করে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদক পালিয়ে যায়

অন্যদিকে প্রতিবেদনটির লেখক সৌদি সাংবাদিক, মুহাম্মদ আল-মিশারিস মালোচনার ও জনরোষের  শিকার হয়ে ‘এক্স’ প্ল্যাটফর্মে তার অ্যাকাউন্ট মুছে ফেলতে বাধ্য হন এবং ‘ইনস্টাগ্রামে’ নিজের অ্যাকাউন্টকে অনলি মি অ্যাকাউন্টে রূপান্তর করতে বাধ্য হন। ।

এর বাইরে ইরাকের সংবাদমাধ্যমের নীতিনির্ধারনী সংস্থা ইরাকি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিশনের বোর্ড অফ কমিশনারস বারবার সাংবাদিকতা নীতির সীমালঙ্ঘন এবং শহীদ ও প্রতিরোধ নেতাদের উপর অপপ্রচার,ও অপবাদের কারণে এমবিসি চ্যানেলের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত