নিউজনেস্ট

নিম্নমানের ওষুধ পুড়িয়ে ধ্বংস করল তালেবান

সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিম্নমানের ওষুধ সরবরাহের বিরুদ্ধে কঠোর অবস্থানে আফগানিস্তান
সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিম্নমানের ওষুধ সরবরাহের বিরুদ্ধে কঠোর অবস্থানে আফগানিস্তান। ছবি : হুররিয়াত রেডিও

সম্প্রতি আফগানিস্তানের বালখ প্রদেশে ৪ হাজার আটশো প্রকারেরও বেশি  মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আফগান নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে মানহীন ও ক্ষতিকর ওষুধের প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

এব্যাপারে বালখ প্রদেশের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান, ডা. নাজিবুল্লাহ তাওয়ানা জানান, গত এক বছর ধরে বিভিন্ন অভিযানে স্বাস্থ্য মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ৪,৮২০ ধরনের ওষুধ সংগ্রহ করা হয়। পরে সেই ওষুধগুলো পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হয়। যাতে করে জনস্বাস্থ্যের ওপর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে।  নাজিবুল্লাহ তাওয়ানা আরো বলেন, ‘মাজার শরীফসহ বালখের বিভিন্ন অঞ্চলে ওষুধের মানোন্নয়নে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছি। আমাদের পদক্ষেপগুলো নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

ইসলামিক আমিরাতের কড়া নজরদারি

এছাড়া তাওয়ানা আরও উল্লেখ করেন তালেবানের ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে নিম্নমানের ওষুধ আমদানি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন শহরে ফার্মেসি ও ওষুধ কোম্পানির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে বাজারে মানহীন ও ক্ষতিকর ওষুধ প্রবেশ করতে না পারে।

উল্লেখ্য, বালখ প্রদেশে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ ধ্বংসের এই উদ্যোগ আফগান নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশাসনের ধারাবাহিক পরিদর্শন এবং কঠিন ব্যবস্থা গ্রহণের কারণে বাজারে ক্ষতিকর ওষুধ সরবরাহ বন্ধ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে, আফগান নাগরিকদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামিক আমিরাতের ভূমিকা আরও সুসংহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত