নিউজনেস্ট

১০,৯০০ জন জাফরান চাষীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আফগানিস্তান

১০,৯০০ জন জাফরান চাষীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আফগানিস্তান
১০,৯০০ জন জাফরান চাষীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে আফগানিস্তান। ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেভলেপম্যান্ট এজেন্সি ( IDA) জানিয়েছে, তারা আফগানিস্তানের হেরাত প্রদেশে ১০,৯০০ জন জাফরান চাষিকে প্রশিক্ষণ দিয়েছে, যাদের মধ্যে ৩,৪৫৪ জন নারী রয়েছেন। প্রশিক্ষণটি মূলত একটি সমন্বিত কীটনাশক নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রশিক্ষণ শেষে কৃষকরা আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন জাফরান সরবরাহ করতে সক্ষম হবে। উল্লেখ্য, প্রায় দুই দশক আগে হেরাতে জাফরান চাষ শুরু হয়। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো আফগানিস্থানে৷

সূত্র : ইয়াকিন নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত