তারিখ প্রদর্শন
লোগো

ক্রমে শক্তিশালী হয়ে উঠছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’। ইতিমধ্যে দেশের চারটি সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাস ঘণ্টায় ৬২ কিলোমিটার গতিবেগে বইছে। দমকা হাওয়ার আকারে যা মাঝেমধ্যে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের অবস্থান

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, আজ  সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘দানা’ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পায়রা বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

সম্ভাব্য আঘাত

আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে। এছাড়া ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকাসহ কয়েকটি অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *