আজ ভোরে দখলদার ইসরায়েল সিরিয়ার দামেস্ক ও হোমস শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে এক সিরিয়ান সেনা নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিরিয়ার সরকারি সূত্র। এছাড়া হামলার ফলে কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হামলার শুরুতে দামেস্কের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। পরে অবশ্য সেই বিস্ফোরণ ইসরায়েলি বিমান হামলার ফলে হয়েছিল বলে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর আক্রমণের পর থেকে সিরিয়ার ভেতরে হিজবুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের নেতাদের লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল । সম্প্রতি সেইসকল হামলারই ধারাবাহিক অংশ হিসেবে সিরিয়ার গোলান মালভূমি ও উত্তর লেবানন থেকে সিরিয়ার দামেস্ক এবং হোমসে হামলা চালায় দখলদার ইসরায়েল।
সূত্র: আল জাজিরা
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link