নিউজনেস্ট

মহানবী মুহাম্মদ সা.কে অবমাননায় ভারতীয় মুসলিম সংগঠনের প্রতিবাদ

মহানবী মুহাম্মদ সা.কে অবমাননায় ভারতীয় মুসলিম সংগঠনের প্রতিবাদ
মহানবী মুহাম্মদ সা.কে অবমাননায় ভারতীয় মুসলিম সংগঠনের প্রতিবাদ। ছবি: আল জাজিরা

সম্প্রতি ভারতের অন্যতম প্রধান ইসলামী সংগঠন ভারতীয় ওলামা ঐক্য পরিষদ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছে একটি সতর্কবার্তা প্রেরণ করেছে। এ সতর্কবার্তায় তারা দেশের কিছু উগ্র হিন্দু নেতাদের প্রিয় নবী মুহাম্মদ সা.কে অবমাননা করার প্রবণতার বিরুদ্ধে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

পরিষদটি এই ধরনের মন্তব্যের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সম্প্রতি নবী মুহাম্মদ সা. সম্পর্কে বেশ কয়েকজন উগ্র হিন্দু নেতার অবমাননাকর মন্তব্য করার পরও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

মাওলানা মাহমুদ মাদানির উদ্বেগ

পরিষদের নেতা এবং ভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘শিক্ষা, সমাজসেবা ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের দীর্ঘদিনের অঙ্গীকার রয়েছে। কিন্তু সম্প্রতি আমরা বিভিন্ন হিন্দু নেতার কাছ থেকে নবী মুহাম্মদ সম্পর্কে অপমানজনক মন্তব্য শুনে অত্যন্ত মর্মাহত। প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপ আশা করা হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তারা উদাসীন থেকেছে। জনমতের চাপে সীমিত পদক্ষেপ নিলেও, প্রকৃতপক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।’

সম্প্রতি দেশে নবী অবমাননার ঘটনা বৃদ্ধি

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলমানদের দ্বীনকে কেন্দ্র করে কুটূক্তিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে। এতে শুধু মুসলিম সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত