মানবতা ও উদারতা পদক্ষেপের এক অনন্য নজির স্থাপন করল আফগানিস্তান। সম্প্রতি টানা দুই দশক ধরে মার্কিন দখলদারদের সঙ্গে মিলে লড়াই করা সাবেক মার্কিন-সমর্থিত সরকারের সেনা ও পুলিশ সদস্যদের দুই মাসের বেতন প্রদান করেছে আফগানিস্তান। অর্থনৈতিক সহায়তার পাশাপাশি যা শত্রুর প্রতি উদারতার এক অনুপম নজির।
এর আগে ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসানের পর যারা আফগানিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করা তালেবানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে বিশ্ববাসীকে অবাক করেছিল আফগান তালেবান। আর এখন সেই শত্রুদের পক্ষাবলম্বনকারী লোকদের বেতন দিয়ে ক্ষমা ও উদারতা প্রদর্শন করে বিশ্ববাসীর প্রশংসা কুড়াচ্ছে তালেবান
এদিকে আফগানিস্তানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আস্থা পুনস্থাপনের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। যা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুবিচারের একটি মডেল হিসেবে কাজ করবে।
এছাড়া সাধারণ ক্ষমা ঘোষণা এবং সাবেক শত্রুদের বেতন প্রদানের মাধ্যমে আফগানিস্তান শুধু যুদ্ধের ক্ষত মুছে ফেলারই চেষ্টা করছে না; বরং একটি স্থিতিশীল ও সহনশীল সমাজ গঠনের সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আফগানিস্তান। তাই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও এমন মানবিক পদক্ষেপ দেশটির সমাজ পুনর্গঠনে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
সেই সাথে যারা এক সময় আফগানিস্তানের নাগরিক হয়েও দেশ ও জনগণের বিরুদ্ধে লড়াই করেছিল, তারাও যে এখন নতুন আফগান সমাজের অংশ হতে পারে এ পদক্ষেপ সেই গুরুত্বপূর্ণ বার্তাও দেয়।
এমন পদক্ষেপ একদিকে যেমন আফগানিস্তানের অভ্যন্তরীণ উত্তেজনা কমবে। অন্যদিকে দেশটিতে বিভেদ সৃষ্টিকারী বাহিনীর প্রভাবও চরম আকারে হ্রাস পাবে।
সূত্র: হুররিয়াত রেডিও