ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো লেবাননে চলমান সংঘর্ষ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন এবং দেশটিকে ১০০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত ‘লেবানন সমর্থনে আন্তর্জাতিক সম্মেলনে’ এক বক্তব্যে বলেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ানোটা দুঃখজনক বিষয়।
এদিকে, লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এই সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির জন্য জরুরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন, যা দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
উল্লেখ্য, প্যারিসে আয়োজিত এই সম্মেলনে প্রায় ৭০টি দেশ এবং ১৫টি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়ার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মানুষদের সহায়তার লক্ষ্যে প্যারিসে এই সম্মেলনটি আয়োজিত হয়।
তবে বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত থাকায় এই সম্মেলনটির সুফল তেমন ভোগ করা যাবে না।
সূত্র: আশ শারকুল আউসাত
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link