নিউজনেস্ট

লেখক পাঠকের মিলনমেলায় জমজমাট শুক্রবারের ইসলামি বইমেলা

লেখক পাঠকের মিলনমেলায় জমজমাট শুক্রবারের ইসলামি বইমেলা
লেখক পাঠকের মিলনমেলায় জমজমাট শুক্রবারের ইসলামি বইমেলা। ছবি: ‍নিউজনেস্ট

তরুণ লেখক পাঠকের উচ্ছসিত উপস্থিতিতে সরব ছিল শুক্রবারের ইসলামি বইমেলা। ছুটির দিন হওয়ায় জুমার পর থেকেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব আঙিনায় বাড়তে থাকে তরুণ পাঠক ও বইপ্রেমীদের সমাগম। বিভিন্ন প্রকাশনীর স্টলে আগমন ঘটে লেখক, ইসলামি স্কলার ও ইসলামিক অ্যাক্টিভিস্টদের। সেই সাথে ইসলামি বইমেলা পরিণত হয় নবীন প্রবীণ লেখক ও পাঠকদের মিলনমেলায়। পছন্দের লেখকদের থেকে অটোগ্রাফ নিতে এ সময় পাঠকদের মাঝে দেখা যায় মধুর প্রতিযোগিতা।

প্রচুর বই বিক্রির পাশাপাশি শুক্রবারের বইমেলা ছিল এক কথায় জমজমাট।  জুমার পর একই সময়ে বইমেলায় আগমন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, তরুণ লেখক ও আলোচক মুফতি রেজাউল করিম আবরার, জনপ্রিয় কথাশিল্পী মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, বরেণ্য শিশু সাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভী, আরবি সাহিত্যিক মুহিউদ্দিন ফারুকী এবং লেখক মুহিউদ্দিন কাসেমী। এরপর ঠিক আসরের পূর্বে আগমন করেন বর্তমানের সারা জাগানো দুই লেখক মুফতি তারেকুজ্জামান ও মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ। আসরের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বইমেলায় আগমন করেন সময়ের অন্যতম জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট ডা. শামসুল আরেফিন শক্তি এবং কবি আল মাহমুদের রচনার সহযোগি কবি মুহিম মাহফুজ।

অপরদিকে মাগরিবের পরের বইমেলা ছিল তরুণ পাঠক ও তরুণ লেখকদের। তরুণ ঔপন্যাসিক সায়ীদ উসমান, প্রসিদ্ধ লেখক ও সাহিত্যিক সালাহউদ্দিন জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

মাগরিবের পর রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কপালে তাদের সিজদার ছাপ’ (অনুবাদ), ‘ইসরায়েলের বন্দিনী’ (উপন্যাস) নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। এছাড়া মোড়ক উন্মোচন হয় লেখক ও অ্যাক্টিভিস্ট ডা. শামসুল আরেফিন শক্তির চেতনা প্রকাশনী থেকে প্রকাশিত ‘কুরবানি নিয়ে যত প্রশ্ন’ বইটির।  মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি মুহিম মাহফুজ, লেখক আব্দুল্লাহ আল মাসুদ এবং শামসুল আরেফিন শক্তি।

উল্লেখ্য, ইসলামি বইমেলা হওয়া নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ২২শে অক্টোবর মঙ্গলবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দুই গেটে শুরু হয় ইসলামি বইমেলা। সর্বমোট ৮৫টি স্টল নিয়ে শুরু হওয়া এবারের ইসলামি বইমেলা শুরু থেকেই দিয়ে আসছে নান্দনিকতার বার্তা। এবারের ইসলামি বইমেলার সবচে আকর্ষণীয় জায়গা ছিল বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ডিজাইনে সাজানো শিশু কর্ণারগুলো। এছাড়া এবারের বইমেলার আরো একটি ভিন্ন দিক হচ্ছে নারীদের জন্য রাখা ‘সিস্টার কর্ণার’। আর মিডিয়া কর্ণার ও বইপ্রেমীদের আড্ডার জন্য আসনের পর আসনের ব্যবস্থা তো আছেই ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত