নিউজনেস্ট

মানসিক যন্ত্রণায় সইতে না পেরে আত্নহত্যা ইসরায়েলি পাইলটের

মানসিক যন্ত্রণায় সইতে না পেরে আত্নহত্যা ইসরায়েলি পাইলটের
মানসিক যন্ত্রণায় সইতে না পেরে আত্নহত্যা ইসরায়েলি পাইলটের। ছবি: আল জাজিরা

২০ বছরের কঠোর পরিশ্রম, অগণিত যুদ্ধ অভিজ্ঞতা এবং মানসিক যন্ত্রণার বোঝা। শেষমেশ শান্তির খোঁজে মৃত্যুকেই বেছে নিলেন ইসরায়েলি পাইলট আসাফ দাগান (৩৭)। চিকিৎসা নেওয়ার কথা থাকলেও, ভেতরগত মানসিক অস্থিরতা এবং হাজার ফিলিস্তিনিকে হত্যার মনোবেদনা আসাফ দাগানকে এমন গভীর অবসাদগ্রস্ত করে ফেলেছিল, যার ফলে মৃত্যুকেই শেষ আশ্রয় বলে মনে হল তার কাছে।

এদিকে প্রসিদ্ধ ইসরায়েলি পত্রিকা ‘ইয়েদিওত আহারোনোত’ এ প্রকাশিত আসাফ দাগানের মাকে উদ্দ্যেশ্য করে লেখা শেষ চিঠিতে ফুটে উঠেছে অসীম ভালোবাসা ও বেদনা। চিঠিতে আসাফ লিখেছেন, ‘মা, আমার সবচেয়ে আপন মানুষ। প্রায় এক বছর ধরে প্রতিদিন মনে মনে তোমার জন্য এই চিঠিটি লিখেছি। আজ চোখের পানি ঝরছে, আর শব্দগুলো এলোমেলো ও বেদনাদায়কভাবে ফুটে উঠছে। জানি না, ঠিক কী বলব। এমন অনেক কিছু আছে যা তুমি জানো না… হয়তো এটা জেনে স্বস্তি পাবে আমি শান্তি খুঁজে পেয়েছি। আর আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না।’

আসাফের মা বলেন, আসাফ অনেক দিন ধরেই পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) মতো মানসিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু আসাফ এ অসুস্থতা মেনে নিতে অস্বীকার করত এবং কখনও এর চিকিৎসা নেয়নি। তাই রোগ বৃদ্ধি পেলে ধীরে ধীরে আসাফ সকলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। যেন সে (আসাফ) নিজের মধ্যেই এক গোপন যুদ্ধে লিপ্ত ছিল।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত