নিউজনেস্ট

ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা
ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। ছবি: আল জাজিরা

গতকাল শনিবার ২৬শে অক্টোবর ইসরাইয়েলের দক্ষিণ তেলআবিবের ‘তেল নোভ’ বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামলায় এক ঝাঁক ড্রোন লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানার দাবী করেছে হিজবুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী শহর আইতা আশ শাবের নিকটে ইসরায়েলি সেনাদের অবস্থানে রকেট হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই শহর দিয়েই দক্ষিণ লেবাননে প্রবেশের চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী।

এদিকে গত মাসের শেষ থেকেই এই অঞ্চলে দুই পক্ষের মধ্যে চলছে ছোটখাটো সংঘর্ষ। এর মধ্যে ইসরায়েলি বাহিনী শহরটির প্রধান জলাধারে নিজেদের পতাকা উত্তোলন করেছে এবং ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকাগুলোর কাছে অবস্থান করছে।

প্রতিদিনই হচ্ছে সংঘর্ষ, ঘটছে প্রাণহানি

এদিকে দক্ষিণ লেবাননে প্রতিদিন হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হচ্ছে তীব্র লড়াই। গতকাল শুক্রবার পর্যন্ত সংঘর্ষে ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যাদের মধ্যে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল লক্ষ্য করে ১৫টি রকেট ছোঁড়া হয়েছে। তবে এর কিছু ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে। ইসরায়েলি বাহিনী আরও জানায়, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে হিজবুল্লাহর ৭০টির বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবী, হামলায় হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ স্থান, সামরিক ভবন, অস্ত্রের গুদাম এবং গোপন সেল প্রধান লক্ষ্যবস্তু ছিল।

হামলার ব্যপারে ইসরায়েল আরও জানিয়েছে, তাদের সেনারা হিজবুল্লাহর রকেট নিক্ষেপকারী বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া ইসরায়েলি যুদ্ধবিমান হিজবুল্লাহর যোদ্ধাদের অবস্থানস্থল হিসেবে নির্দেশিত একটি ভবনে আক্রমণ করেছে।

গাজা যুদ্ধের ধাক্কায় লেবাননে ক্ষয়ক্ষতি

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের নৃশংস হামলার প্রতিশোধস্বরূপ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় হিজবুল্লাহ’সহ লেবাননের বিভিন্ন সশস্ত্র সংগঠন। যার জের ধরে চলতি বছরের ২৩শে সেপ্টেম্বর থেকে লেবাননে হামলার পরিধি বৃদ্ধি করে ইসরায়েল। এবং রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন জায়গায় বোমা হামলার পাশাপাশি, দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল।

সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েলের বর্বর হামলায় লেবাননে নারী শিশুসহ ২৬৩৪ জন নিহত এবং ১২ হাজার ২৫২ জন আহত হয়েছে। বাস্তচ্যুত হয়েছে ১৪ লাখেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত