নিউজনেস্ট

তেল আবিবে বাস স্টেশনে বেপরোয়া ট্রাক হামলা, আহত ৫০

তেল আবিবে বাস স্টেশনে বেপরোয়া ট্রাক হামলা, আহত ৫০
তেল আবিবে বাস স্টেশনে বেপরোয়া ট্রাক হামলা, আহত ৫০। ছবি: আল জাজিরা

আজ রবিবার, ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবের উত্তরের গ্লিলোট এলাকায় একটি ব্যস্ত বাস স্টেশনে বেপরোয়া ট্রাকের আঘাতে অন্তত ৫০ জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

এদিকে ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরনোত জানিয়েছে, কিছু আহত ব্যক্তি এখনও ট্রাকের নিচে আটকে আছেন এবং তাদের অবস্থা সংকটজনক। ইসরায়েলি অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে এখন আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছেন।

অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসরায়েলি আর্মির রেডিও আহতদের মধ্যে সামরিক ঘাঁটির উদ্দ্যেশ্যে বের হওয়া উল্লেখযোগ্য ইসরায়েলি সেনা থাকার কথা জানিয়েছে।

অপরদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইয়োম’ জানিয়েছে, ট্রাক হামলার পর ট্রাকটির চালক ট্রাক থেকে নেমে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা চালায়। কিন্তু পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে চালকের ওপর গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো সেই ট্রাক চালকের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, এই ঘটনাকে ইসরায়েলের পুলিশ ‘জাতীয় ক্ষতি’ বলে আখ্যায়িত করেছে। সাধারণত ইসরায়েলের পুলিশ ‘জাতীয় ক্ষতি’ বাক্যটি তখনই উল্লেখ করে, যখন ঘটনার সাথে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সম্পৃক্ততার সম্ভাবনা থাকে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত