গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন স্থানে অন্তত ১২০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। যার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ লেবাননসহ বৈরুতের দক্ষিণাঞ্চল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত লেবাননের ২৬৫৩ জন নিহত এবং ১২,৩৬০ জন আহত হয়েছে।
ইসরায়েলের এসব হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক স্থাপনাগুলোসহ ইসরায়েলের শুমিরা বসতিতে গাইডেড মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর সাথে সংঘর্ষে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নিহত হয়েছে ৫ জন ইসরায়েলি সেনা। ফলে গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর মোট নিহতের সংখ্যা ১৫ পর্যন্ত পৌঁছেছে।
এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের ২৫টি বসতির বাসিন্দাদের দ্রুত এলাকা খালি করার জন্য সতর্কবার্তা পাঠিয়েছে। হিজবুল্লাহর দাবি, এই বসতিগুলো বর্তমানে ইসরায়েলি বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩শে সেপ্টেম্বর থেকে তাদের আক্রমণের পরিধি বাড়িয়ে লেবাননের প্রায় সকল অঞ্চল, এমনকি রাজধানী বৈরুতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রতিদিন সীমান্তের ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহ ।
সূত্র: আল জাজিরা