নিউজনেস্ট

যুদ্ধে ইসরায়েলের হতাহতের সংখ্যা বাড়ছে ক্রমশ

যুদ্ধে ইসরায়েলের হতাহতের সংখ্যা বাড়ছে ক্রমশ
যুদ্ধে ইসরায়েলের হতাহতের সংখ্যা বাড়ছে ক্রমশ। ছবি : । আল আরাবি আল জাদিদ

২০২৩সালের অক্টোবরের মতোই ২০২৪ সালের অক্টোবর মাসটিও ইসরায়েলের জন্য একইসাথে খারাপ ও বেদনাদায়ক ছিল। কারণ, শুধুমাত্র  চলতি অক্টোবরেই গাজা লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় অন্তত ৭৯ জন ইসরায়েলি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সেনা সদস্য। এর মধ্যে শুধু লেবাননে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্থল অভিযানেই প্রাণ হারিয়েছে ৪২ ইসরায়েলি সেনা।

এক বছর যুদ্ধে যত ক্ষয়ক্ষতি

গত বছরের ২৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এপর্যন্ত অন্তত ৩৫৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিভিন্ন সামরিক সংস্থা, পুলিশ, গোয়েন্দা সংস্থা শিন বেটসহ ইসরায়েলের অন্যান্য নিরাপত্তা সংস্থার মোট ৮৯০ সদস্য নিহত হয়েছে। এরমধ্যে আবার ৩৭৪ জন নিহতেরই বয়স ছিল ২১ বছরের নিচে।

নতুন কবরস্থানের প্রয়োজনীয়তা

সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিপুল সেনার মৃত্যু হওয়ায়, সামরিক কবরস্থানের প্রয়োজনীয়তা বেড়েছে ইসরায়েলে। ফলস্বরূপ; তৈরি করা হয়েছে নতুন সামরিক কবরস্থান এবং অতিরিক্ত সামরিক কবরস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে ভূমি।

যুদ্ধাহতদের পুনর্বাসন

৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধে ৭৫৮ জন গুরুতর আহতসহ এখন পর্যন্ত সর্বমোট আহত হয়েছে ৫,০৮৭ জন ইসরায়েলি সেনা। এছাড়া যুদ্ধ চলাকালীন সর্বস্তরের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ১০,০০০-এর বেশি সদস্য আহত হয়েছে। বছর শেষে যেই সংখ্যা ১৪,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া আহতদের মধ্যে স্বাভাবিকভাবে অনেকেই স্থায়ী প্রতিবন্ধকতা নিয়ে জীবনের বাকি সময় অতিবাহিত করতে বাধ্য হবেন। আর এজন্যই ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, আহতদের পুনর্বাসনে বিশেষ পরিকল্পনা প্রয়োজন।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত