নিউজনেস্ট

উত্তপ্ত লেবানন সীমান্তে দুই অফিসারসহ নিহত ইসরায়েলের তিন সেনা

উত্তপ্ত লেবানন সীমান্তে দুই অফিসারসহ নিহত ইসরায়েলের তিন সেনা
উত্তপ্ত লেবানন সীমান্তে দুই অফিসারসহ নিহত ইসরায়েলের তিন সেনা। ছবি: আল জাজিরা

চলমান লেবানন-ইসরায়েল সংঘর্ষে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী তাদের দুই অফিসার ও তিন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর আগে গত দুই দিনে ইসরায়েলি সূত্রমতে ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি ৮৮ ইসরায়েলি সেনা আহত হয়।

অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত  মোট ২,৬৭২ জন নিহত ও ১২,৪৬৮ জন আহত হয়েছেন।

হিজবুল্লাহর পাল্টা আক্রমণ

ইসরায়েলের এসব বর্বর হামলার পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের আক্কা, হাইফাসহ বিভিন্ন ইসরায়েলি বসতিতে হামলা চালিয়েছে এবং ইসরায়েলের কৌশলগত এলাকা কিরিয়াত শমোনা বসতিকে খালি করার জন্য সতর্ক করেছে।

এছাড়া সম্প্রতি দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর অগ্রসর হওয়ার প্রচেষ্টা প্রতিহত করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। সেই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে আক্কা এলাকায় ইসরায়েলের সামরিক কারখানায় ড্রোন হামলা চালানো হয়, যা ইসরায়েল  প্রতিহত করতে পারেনি।

পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলের আরও ছয়টি বসতিসহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা, নাহারিয়া ও এলিত হাসহারের মতো শহরে রকেট হামলা চালিয়েছে। যা সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি এবং সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত