নিউজনেস্ট

জুলাই আন্দোলনে দুই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাকিবের বাবা

জুলাই আন্দোলনে দুই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাকিবের বাবা
জুলাই আন্দোলনে দুই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাকিবের বাবা। ছবি: সংগৃহীত

গত ৪ আগস্ট ছাত্র-জনতার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে মাগুরায় গুলিতে দুইজন নিহত এবং অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হন। আর এই ঘটনার মূল হোতা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কে সাকিবের বাবা সশস্ত্র দলবল নিয়ে ছাত্রদের ওপর আক্রমণ চালান। এ সময় তাদের হামলায়  নিহত হন ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন। কিন্তু ঘটনার পর এখনো সাকিব বা তার বাবার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

অনুসন্ধানে জানা যায়, সাকিবের বাবা ও অন্যান্য আওয়ামী লীগ নেতা সশস্ত্র অবস্থায় ছাত্রদের ওপর হামলা চালান, যা আন্দোলনকারীদের প্রাণহানির কারণ হয়। এই ঘটনায় মাগুরা শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লেও, পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় তদন্ত চলমান থাকলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ডেস্ক রিপোর্ট
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত