এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখন গাজা ছাড়িয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহর পাশাপাশি হামাসও ইসরায়েলকে প্রতিদিন করছে আক্রমণ। গতকাল ছিল এই যুদ্ধের ৩৮৭তম দিন। ইসরায়েলের উপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা যে আক্রমণগুলো করেছে তা নিম্নরূপ:
কাসসাম ব্রিগেড
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি ভবনে অবস্থানরত দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ‘টিবিজি’ শেল দিয়ে আক্রমণ করে। এবং এর ভিডিও প্রকাশ করে।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে গোরস্থানের আশপাশে দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি ট্রুপ ক্যারিয়ার ও দুটি ‘ডি-৯’ সামরিক বুল্ডোজারে বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়।
- কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের ‘নাজার’ স্টেশনের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর দুটি ‘মারকাভা-৪’ ট্যাঙ্কে ‘শাওয়াজ’ বিস্ফোরক ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটায়।
সূত্র: আল ইলামুল আসকারি
আন্তর্জাতিক ডেস্ক
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link
- আন্তর্জাতিক ডেস্ক#molongui-disabled-link