নিউজনেস্ট

ক্ষমতায় এলে বহির্বিশ্বে যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের

ক্ষমতায় এলে বহিরাগত যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি ট্রাম্পের
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন নির্বাচনে রিপাবলিকান জয়ী হলে যুক্তরাষ্ট্র আর কোন বিদেশি যুদ্ধে জড়াবে না। কোনো মার্কিন সেনাকে যুদ্ধের জন্য বিদেশে পাঠানো হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি।

পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্প বলেন, জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র যেসব আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে, তিনি ক্ষমতায় এলে সেসবের সমাধান করবেন। বিশেষভাবে ইউক্রেন ও গাজা সংঘাতের ওপর বেশি নজর দিবেন।

তিনি আরও বলেন, ‘যদি কমালা হ্যারিস নির্বাচিত হন, তাহলে মধ্যপ্রাচ্য সামনে কয়েক দশক জুড়ে অস্থির থাকবে। আর আমি ক্ষমতায় এলে কোন অপ্রয়োজনীয় যুদ্ধে মার্কিন সেনাদের পাঠাব না।’

উল্লেখ্য, আগামি নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে রিপাবলিকানদের প্রার্থী হিসেবে লড়বেন ট্রাম্প। আর ডেমোক্রেটদের প্রার্থী হয়ে লড়বেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত