নিউজনেস্ট

তুলা চাষে নতুন সম্ভাবনা দেখছেন আফগানিস্তানের কৃষকরা 

তুলা চাষে নতুন সম্ভাবনা দেখছেন আফগানিস্তানের কৃষকরা 
তুলা চাষে নতুন সম্ভাবনা দেখছেন আফগানিস্তানের কৃষকরা। ছবি: হুররিয়ত রেডিও

আফগানিস্তানের নানগারহার প্রদেশে তুলার উৎপাদনে এক বিশাল অগ্রগতি  কৃষকদের জন্য খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দ্বার। পপি চাষ নিষিদ্ধের পর কৃষি খাতের উন্নয়নে সরকারের মনোযোগ বাড়ানোর ফলে এই অঞ্চলে তুলা চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নানগারহার প্রদেশের ২২টি জেলায় প্রায় ১৯০০ হেক্টর জমিতে হচ্ছে তুলার চাষ।

স্থানীয় কৃষকদের মতে নানগারহারের পরিচ্ছন্ন পরিবেশ এবং পানির প্রাচুর্য তুলা উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ। ফলে চলতি বছর প্রায় তিন হাজার টন  তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যা এই অঞ্চলের কৃষিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, আফিম উৎপাদনে ব্যবহৃত মূল উপাদান পপি চাষ নিষিদ্ধ হওয়ার পর, কৃষকরা বিকল্প ফসলের দিকে ঝুঁকছেন। কৃষকেরা এখন তুলার পাশাপাশি গম, জাফরান এবং আখ চাষ করছেন। যা স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তাকে উন্নত করছে।

পাশাপাশি কৃষকরাও এই নতুন উৎপাদনে আশাবাদী। তারা সরকারের কাছে সার, বাজার সুবিধাসহ দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনে সহায়ক এমন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নানগারহারের কৃষকদের উৎপাদনে সাম্প্রতিক এই অগ্রগতি একটি সম্ভাবনাময় কৃষি ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত