নিউজনেস্ট

হিজবুল্লাহর নতুন প্রধান কে এই নাইম কাসেম?

হিজবুল্লাহর নতুন প্রধান কে এই নাইম কাসেম?
নাইম কাসেম গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে একটি সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। ছবি: রয়টার্স

আজ মঙ্গলবার ২৯শে অক্টোবর হিজবুল্লাহ তাদের নতুন প্রধান হিসেবে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল পদে দীর্ঘ দিন কাজ করা নাইম কাসেমকে নির্বাচন করেছে।   

১৯৫৩ সালে এক শিয়া পরিবারে জন্ম গ্রহণ করা নাইম কাসেম একজন লেবানিজ শিয়া ধর্মগুরু ও তুখোড় রাজনীতিবিদ।

কর্ম জীবনে কাসেম সুলায়মান

ধর্মতত্ত্ব অধ্যয়নের পাশাপাশি লেবানিজ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করা নাইম কাসেম ১৯৭০ সালে নিজ মাতৃভূমি লেবাননে ‘লেবানিজ মুসলিম স্টুটেন্ডস ইউনিয়ন’ নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৭৪ সালে মুসা আস সদরের নেতৃত্বে প্রতিষ্ঠিত শিয়া সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল ‘আমাল মুভমেন্টে’ যোগদান করেন নাইম কাসেম।

১৯৭৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইসলামী ধর্মীয় শিক্ষা সমিতির প্রধান ছিলেন নাইম কাসেম। এছাড়া একসময় নাইম কাসেম লেবাননের আল মুস্তাফা স্কুলের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে কাসেম সুলায়মান হিজবুল্লাহর ভিত্তিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এবং ১৯৯১ সালে দলটির ডেপুটি সেক্রেটারি-জেনারেল হিসেবে নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবনে ছয় সন্তানের জনক নাইম কাসেম। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাক্টিভিটি রয়েছে। এক্ষেত্রে অন্যান্য হিজবুল্লাহ নেতাদের থেকে হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেমকে ব্যতিক্রমই বলা যায়।

পূর্বে লেবাননের রাজধানী বৈরুতেই থাকলেও গত ৫ই অক্টোবর বিশেষ এক সফরে জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ব্যবহৃত বিমানে করে ইরানের রাজধানী তেহরানে যান নাইম কাসেম। বর্তমানে নিরাপত্তা জনিত কারণে সেখানেই আছেন হিজবুল্লাহর এই নতুন প্রধান।

আন্তর্জাতিক ডেস্ক
+ posts

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত